ত্বকের যত্ন : এ সময় ত্বক রুক্ষ হয়ে যায়। ত্বক সুন্দর রাখতে কেমিকেলের চেয়ে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো। কেননা কেমিকেল ব্যবহারে ত্বক থেকে কোমল ও উজ্জ্বলভাব কমে যেতে থাকে। মুখ ও গলায় আলু, পাতিলেবুর রস, কচি শসার রস ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। আলু পানিতে ধুয়ে পাতলা করে কেটে মুখ ও গলায় ১০ মিনিট ঘষতে হবে। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকে সজীবভাব ফিরে আসবে। পেঁপে, গাজর, শসা, কমলা, আপেল— পেস্ট বানিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন। আর যদি বাসায় এসব করতে না চান,...

